Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুন ২০১৯

আরও আড়াই লাখ মেট্টিক টন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী


প্রকাশন তারিখ : 2019-06-12

কৃষদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার আরও আড়াই লাখ মেট্টিক টন ধান কিনবে সরকার। গতকাল বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী বলেন, ‘ধানের ন্যায্যমূল্য নিশ্চিত এবং ক্ষতি পুষিয়ে দিতে কৃষকদের কাছ থেকে সরাসরি প্রতি কেজি ২৬ টাকা দরে আরও আড়াই লাখ টন বোরো ধান কিনবে সরকার।’ তিনি বলেন, ‘আমরা কৃষকের কাছ থেকে আরও আড়াই লাখ টন ধান কিনব। প্রয়োজনে সংগ্রহের পরিমাণ আরও বাড়বে। বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচি আগামী আগস্ট মাস পর্যন্ত চলবে।’

সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।