Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জানুয়ারি ২০২০

উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনসহ ৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। ৮ প্রকল্পে ব্যয় হবে প্রায় ২৩ হাজার কোটি টাকা


প্রকাশন তারিখ : 2020-01-21

দেশের উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনসহ ৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ২২ হাজার ৯শ’ ৪৫ কোটি ৮৪ লাখ টাকা।আজ রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়।সভায় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, পরিকল্পনা কমিশনের সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। একনেক সভাশেষে পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান সাংবাদিকদের ব্রীফ করেন। তিনি জানান, সভায় অনুমোদিত ৮টি প্রকল্পের মধ্যে ৬টি নতুন ও ২টি সংশোধিত। উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ২০ হাজার ৫শ’ ২৫ কোটি ৬৯ লাখ টাকা। সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো: সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্ক স্থাপন প্রকল্প-তৃতীয় সংশোধিত, এসআরডিআই-এর ভবন নির্মাণ ও সক্ষমতা বৃদ্ধি,জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্প-প্রথম সংশোধিত, কিশোরগঞ্জ জেলার হাওর এলাকার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন, বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক যথাযথ মানে উন্নীতকরণ, লক্ষীপুর শহর সংযোগ সড়ক ও লক্ষীপুর-চর আলেকজান্ডার-সোনাপুর-মাইজদী সড়ক প্রশস্তকরণ এবং ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প। পরিকল্পনা মন্ত্রী আরো জানান, ৮টি প্রকল্পের পুরোটাই সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হবে।