Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জানুয়ারি ২০১৯

নতুন সরকারের প্রথম একনেক সভায় এক হাজার ৮শ’ ৯৩ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের অনুমোদন


প্রকাশন তারিখ : 2019-01-22

নতুন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের প্রথম বৈঠক রাজধানীর শের-ই-বাংলা নগরে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  বৈঠকের শুরুতে মন্ত্রিপরিষদের সদস্য ও পরিকল্পনা কমিশনের কর্মকর্তাগণ চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

  শেখ হাসিনা তাঁর সূচনা বক্তব্যে বিভিন্ন উন্নয়ন কাজের মান নিশ্চিতে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেন।

  তিনি বলেন, জনগণ ভোটের মাধ্যমে আওয়ামীলীগের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে তার মর্যাদা দিতে হবে।

  শেখ হাসিনা বলেন, দেশে যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে তার ধারাবাহিকতা রক্ষা করতে হবে এবং তৃণমূল পর্যায়ের প্রতিটি মানুষের জীবন-মান ও ভাগ্য যাতে উন্নত হয় সেটি নিশ্চিত করতে হবে।

 একনেক সভায় এক হাজার ৮শ’ ৯৩ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো:

পিপিআর রোগ নির্মুল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচি প্রকল্প, বিদ্যমান ৭টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের উন্নয়ন ও নতুন ৬টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডশনের জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্প,

গোপালগঞ্জ বিসিক শিল্পনগরী সম্প্রসারণ ৩য় সংশোধন প্রকল্প, যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার-ডেমরা সুলতানা কামাল সেতু মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প, নেত্রকোণা জেলার চল্লিশা-কুনিয়া-মেদনী-রাজুবাজার সংযোগ মহাসড়ক নির্মাণ প্রকল্প এবং গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারবাজার সড়কে বিদ্যমান ৯টি আরসিসি/পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প।

সভায় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, পরিকল্পনা কমিশনের সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।