ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন আরও ১৮৩ জন ফিলিস্তিনি। শনিবার হামাস তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর এসব ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই উভয় পক্ষ তাদের হাতে থাকা এসব বন্দিকে মুক্তি দিচ্ছে।
বিবিসির খবরে বলা হয়েছে, মুক্তি পাওয়া এসব ফিলিস্তিনি ইতোমধ্যে গাজা উপত্যকায় পৌঁছেছেন। এর আগে সকালে তিন ইসরায়েলি পণবন্দিকে রেড ক্রসের মাধ্যমে তেলআবিবের কাছে হস্তান্তর করে হামাস।
এএফপি’র এক সংবাদদাতা জানান, বাসটি রামাল্লার কাছে বেইতুনিয়ায় পৌঁছানোর পর বন্দীরা নেমে আসেন এবং তাদের স্বাগত জানান সেখানে জড়ো হওয়া ফিলিস্তিনিরা। এসময় স্বজনদের সঙ্গে তাদের আবেগঘণ মুহুর্ত দেখা যায়। অনেককে সেখানে উল্লাসধ্বনি এবং নানা রকম স্লোগান করতেও শোনা যায়।