তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করেন না। তাই খালেদা জিয়া রাজনীতির জন্য হুমকি স্বরুপ।
আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক মাহফুজুর রহমান রচিত ‘সাংবাদিকতা রাত-বিরাতে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, রাজনীতির কথা বলে বিএনপি দিনের পর দিন অবরোধ ডেকে মানুষকে অবরুদ্ধ করে রেখেছিল।
পেট্রোল বোমা নিক্ষেপ করে শত শত মানুষকে হত্যা করেছে। হাজার হাজার মানুষকে আগুনে ঝলসে দিয়েছে। সমসাময়িক পৃথিবীতে এবং সমসাময়িক ইতিহাসে রাজনীতির নামে এমন ঘটনা ঘটেনি।
ডক্টর হাছান মাহমুদ বলেন, সংসদীয় কমিটি পুনর্গঠন করে বিরোধী দলের সদস্যদের গুরুত্বপূর্ন কমিটিগুলোতে স্থান দেয়া হয়েছে। বিরোধী দলের সদস্যরা সরকারি দলের সদস্যদের তুলনায় অনেক বেশি সময় নিয়ে সংসদে কথা বলার সুযোগ পাচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনারারী অধ্যাপক ডক্টর সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্পিস রাইটার মোঃ নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্ অধ্যাপক ডক্টর আ.আ.ম.স আরেফিন সিদ্দিক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম বক্তব্য রাখেন।
##