সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মার্চ ২০২৫
গাজায় ইসরায়েলের তাণ্ডবে নিহত ৪ শতাধিক, আহত প্রায় সাতশ’
প্রকাশন তারিখ
: 2025-03-18
ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়েই চলছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা চার শতাধিক। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪০৪ জনের নিহতের খবর পাওয়া গেছে। তবে গোষ্ঠিটির হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানানো হয়, নিহতের সংখ্যা ৪১৩। অনেকে এখনো ধ্বংসস্তূপের নেচে আটকে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এদিকে হামলায় ৬৬০ জনের বেশি আহত ফিলিস্তিনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ জানিয়েছেন। গাজা যুদ্ধের কারণে অনেক হাসপাতালের কার্যক্রম বন্ধ রয়েছে বলে মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান। তিনি বলেন, গাজায় চিকিৎসা সুবিধার তীব্র ঘাটতি রয়েছে, ৩৮টি হাসপাতালের মধ্যে ২৫টি পরিষেবা বন্ধ রয়েছে। মঙ্গলবার ভোরে সেহরির সময় গাজায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইল। গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে দুই পক্ষের মতবিরোধের মধ্যে এই হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। হামাস নেতা ইজ্জত আল-রিশক এক বিবৃতিতে বলেন, গাজায় নতুন করে হামলা শুরু করে নেতানিয়াহু আটক জিম্মিদের বলিদান এবং তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন। অন্যদিকে গাজায় হামলার পর এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসের বারবার অস্বীকৃতি এবং মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ ও মধ্যস্থতাকারীদের কাছ থেকে আসা সব প্রস্তাব প্রত্যাখ্যানের জবাবে এই হামলা। ‘ইসরায়েল এখন থেকে হামাসের বিরুদ্ধে সামরিক শক্তি বৃদ্ধি করবে’ বলেও বিবৃতিতে বলা হয়।