তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, জাতি গঠন, নতুন প্রজন্মের মনন তৈরি, মেধা-মূল্যবোধ এবং দেশাত্ববোধ সম্পন্ন জনগোষ্ঠী তৈরিতে টেলিভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আজ রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি ও আরটিভি আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, টেলিভিশন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে বিদেশি চ্যানেলে বাংলাদেশের বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ করা হয়েছে।
এছাড়া টেলিভিশন চ্যানেলগুলোর সিরিয়াল নিয়ে যে বিশৃঙ্খলা ছিল তাও নিরসন হয়েছে। টেলিভিশন চ্যানেলে বিদেশি সিরিয়াল সম্প্রচারে ছাড়পত্র নেওয়ার বিধান চালু করা হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিদেশি সিরিয়ালগুলো প্রদর্শনের অনুমতি দেওয়ার জন্য সহসাই একটি কমিটি গঠন করা হবে।
তিনি বলেন, সম্প্রচার আইন পাশ হলে টেলিভিশন কর্মীরা পুরোপুরি আইনী সুরক্ষার মধ্যে চলে আসবে। ব্যাক্তি ও ব্যবসায়িক স্বার্থে গণমাধ্যমকে ব্যাবহার না করার অহবান জানান তথ্যমন্ত্রী।