প্রায় ১১ হাজার ৪২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ৭টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
আজ রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
সভায় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, পরিকল্পনা কমিশনের সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
একনেক সভাশেষে পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান সাংবাদিকদের ব্রীফ করেন। তিনি জানান, সভায় অনুমোদিত ৭টি প্রকল্পের মধ্যে ৬টি নতুন ও ১টি সংশোধিত প্রকল্প।
সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো:নাটোরের সিংড়া, গুরুদাসপুর-চাটমোহর সড়কের সিংড়া অংশের সড়ক বাঁধ উঁচুকরণসহ পেভমেন্ট পুনঃনির্মাণ ও প্রশস্তকরণ প্রকল্প, রাজশাহীর পুঠিয়া-বাগমারা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প,বরিশালে সুগন্ধা নদীর ভাঙ্গন হতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু রক্ষার্থে ৩ দশমিক ৭৬ কিলোমিটার নদীতীরে স্থায়ী রক্ষা কাজ প্রকল্প, এবং জরা-জীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলী সেতু এবং আরসিসি সেতু প্রতিস্থাপন প্রকল্প, সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার বরিশাল স্থাপন প্রকল্প, এবং নরসিংদী বিসিক শিল্পনগরী সম্প্রসারণ প্রকল্প।পরিকল্পনা মন্ত্রী আরো জানান, ৭টি প্রকল্পের মোট ব্যয়ের পুরোটাই সরকারিভাবে অর্থায়ন হবে।
##