তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, ভিসা নীতি নিয়ে পুলকিত হওয়ার কিছু নেই, যারা নির্বাচনে বাধা দিবে এই নীতি তাদের বিরুদ্ধেই কার্যকর হবে।তিনি আজ জাতীয় প্রেসক্লাবে প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবস স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। ডক্টর হাছান মাহমুদ বলেন, দেশ বিরোধীদের প্রতিরোধে প্রীতিলতা ওয়াদ্দেদার, সুর্যসেনের মতো বিপ্লবীরা আজও অনুপ্রেরণা দেয়।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি বিশিষ্ট সঙ্গীত শিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এডভোকেট বলরাম পোদ্দার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক মনোরঞ্জন ঘোষাল, বিশিষ্ট চিকিৎসক অরুপ রতন চৌধুরী এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা বক্তব্য রাখেন।