Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ অক্টোবর ২০২৩

ঝুঁকিপূর্ণদের রাত ৮টার মধ্যেই আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী


প্রকাশন তারিখ : 2023-10-24

ঘূর্ণিঝড় হামুনের আঘাত থেকে রক্ষা পেতে রাত আটটার মধ্যে উপকূলীয় ১০ জেলার ঝুকিপূর্ণ মানুষকে নিরাপদ আশ্রয়ন কেন্দ্রে নিয়ে আসার জন্য মাঠ প্রশাসন এবং স্বেচ্ছাসেবকদের নির্দেশনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।আজ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঘূর্ণিঝড় 'হামুন' বিষয়ে জরুরি সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ-নির্দেশনা দেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে প্রতিটি জেলায় ২০ লক্ষ টাকা এবং ৫০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে।তিনি বলেন, গবাদি পশু সরিয়ে আনার কাজ করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।