প্রসিকিউশনের আবেদনে বিচারকরা এই অনুমোদন দিয়েছেন বলে আইসিসির এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে আদালত বলেছে, এটা বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি রয়েছে যে, ব্যাপকভাবে এবং সিস্টেমেটিক সহিংসতার ঘটনা ঘটেছে যা রোহিঙ্গা মুসলিমদের মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত পাড়ির পেছনে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
২০১৭ সালের ২৫ অগাস্টের পর রোহিঙ্গাদের গ্রামে গ্রামে শুরু হয় সেনাবাহিনীর অভিযান। সেই সঙ্গে শুরু হয় বাংলাদেশ সীমান্তের দিকে রোহিঙ্গাদের ঢল।
কয়েক মাসের মধ্যে ১০ লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। তাদের কথায় উঠে আসে নির্বিচারে হত্যা, ধর্ষণ, জ্বালাও-পোড়াওয়ের ভয়াবহ বিবরণ।
জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা মিয়ানমারের বাহিনীর ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে বর্ণনা করে আসছে।