আজ থেকে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে অনুষ্ঠেয় ১৫তম এই সম্মেলনে ব্রিকসভুক্ত পাঁচ দেশ ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এবারের সম্মেলন থেকেই জোটটিতে নতুন সদস্য যুক্ত হওয়ার ঘোষণা আসতে পারে। ৪০টিরও বেশি দেশ এরইমধ্যে ব্রিকসের সদস্য হওয়ার আবেদন করেছে। এটিই এবারের ব্রিকস সম্মেলনের প্রধান আকর্ষণ। সম্মেলন শুরুর প্রথম দিনেই নতুন সদস্য যুক্ত হওয়ার বিষয়টি আলোচিত হওয়ার কথা রয়েছে। ২০০১ সালে যাত্রা শুরু করে ব্রিকস। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার মতো উদীয়মান অর্থনীতির দেশগুলো এর সদস্য। এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। স্বাগতিক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও থাকছেন এই সম্মেলনে। মূলত চীন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা ব্রিকস বড় করতে সবচেয়ে বেশি আগ্রহী। তবে ভারত ও ব্রাজিল সদস্য বৃদ্ধিতে খুব একটা আগ্রহী নয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গের পথে রয়েছেন।