তুরস্কের দুইজন মন্ত্রী ও তিনজন সিনিয়র সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় কুর্দিদের অবস্থান লক্ষ্য করে তুরস্কের সামরিক অভিযান চালানের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিলো।
মার্কিন অর্থবিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্ক সরকারের এই অভিযান নিরীহ বেসামরিক লোকজনের জন্য হুমকি, ঐ অঞ্চলে স্থিতিশীলতা বিনষ্ট ও আইএস জঙ্গি বিরোধী অভিযানের সাফল্যকে ম্লান করবে।
ওয়াশিংটনে অর্থমন্ত্রী স্টিফেন মুনোচিনকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সতর্ক করে দিয়ে বলেন, তুরস্ক অবিলম্বে যুদ্ধ ও সহিংসতা বন্ধ এবং তুরস্ক ও সিরিয়ার মধ্যকার সীমান্ত নিয়ে দীর্ঘ দিনের বিরোধ নিরসনে সম্মত না হলে এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে এবং তা ভবিষ্যতে আরো কঠোর হবে।
এ সময় মাইক পেন্স জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এ বিষয়ে টেলিফোনে কথা বলেছেন এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছেন।
মাইক পেন্স জানান, যত দ্রুত সম্ভব তিনি ঐ এলাকায় যাবেন।
তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকা থেকে কুর্দি যোদ্ধাদের হটিয়ে দিয়ে সেখানে একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলাই তাদের এই অভিযানের লক্ষ্য।