স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (এসডিজি) অর্জনে উন্নয়নের সব প্রক্রিয়ায় যুবকদের অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে”টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে যুবদের অংশগ্রহণ-এসডিজি ফর দ্য ইয়ুথ, বাই দ্য ইয়ুথ” শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্পিকার বলেন, যুবকদের উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর সুযোগ করে দেয়া ছাড়া এসডিজির লক্ষ্যপূরণ করা সম্ভব হবে না। ‘কেউ পিছিয়ে থাকবে না’ এ শ্লোগানের বাস্তবায়নে যুবশক্তির ভূমিকা অনস্বীকার্য। যুবকদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে তাদের সৃজনশীল কর্মে অংশগ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও উন্নয়নে যুবকদের সম্পৃক্ত করতে হবে। উন্নয়ন প্রক্রিয়ায় যুবকদের কর্মপরিকল্পনাকে অন্তর্ভুক্ত করলে এসডিজি লক্ষ্য পূরণ সহজ হবে।