সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫
সুদানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৪৬
প্রকাশন তারিখ
: 2025-02-26
সুদানের ওমদুরমান শহরে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। ২৫ ফেব্রুয়ারি বিকালে রাজধানী খার্তুমের উপকণ্ঠে ওমদুরমান শহরের ওয়াদি সেদনা সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় আন্তনভ নামে সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে ১৯ জনের মৃত্যুর তথ্য জানায়। আরও জানানো হয়, বিমানটি বিধ্বস্ত হয় ওমদুরমানের কারারি জেলার একটি বেসামরিক বাড়ির উপর। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়ায় বলে জানানো হয়েছে। নিহতদের মধ্যে বাহার আহমেদ নামে সেনাবাহিনীর একজন মেজর জেনারেল রয়েছেন। তিনি খার্তুমের সেনার জ্যেষ্ঠ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন।