Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ August ২০২৩

১৪ হাজার ৭৭ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ২০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক


প্রকাশন তারিখ : 2023-08-29

১৪ হাজার ৭৭ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ২০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।আজ রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। সভায় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, পরিকল্পনা কমিশনের সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। একনেক সভাশেষে পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান সাংবাদিকদের ব্রীফ করেন। তিনি জানান, সভায় অনুমোদিত ২০টি প্রকল্পের মধ্যে ১৩টি নতুন ও সাতটি সংশোধিত প্রকল্প। পরিকল্পনামন্ত্রী বলেন, অনুমোদিত ২০টি প্রকল্পে সরকার অর্থায়ন করবে ১২হাজার ৪শ’ ৯ কোটি ৪৪ লাখ টাকা। সংস্থার নিজস্ব তহবিল থেকে অর্থায়ন হবে ৬শ’ ১৯ কোটি ৩৮ লাখ টাকা আর বৈদেশিক সহায়তা থেকে পাওয়া যাবে ১ হাজার ৯৪ কোটি ৪ লাখ টাকা।