আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক-মহাসড়কে ঈদের আগের ৩ দিন ভারী যানবাহন চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রাজধানীর বনানীতে বাংলাদেশ রোড় ট্রান্সপোর্ট অথরিটি ‘বিআরটিএ'র কার্যালয়ে আসন্ন ঈদে মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এসময় বিআরটিএ'র চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া ও নিরাপদ সড়ক চাই এর সভাপতি ইলিয়াস কাঞ্চনসহ বাসমালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদের আগের ৭ দিন এবং পরের ৫ দিন সারাদেশে সিএনজি স্টেশন ২৪ ঘন্টা খোলা থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঘরমুখো যাত্রীদের যাত্রা স্বস্তিদায়ক করতে সকল ধরনের ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবার কোন যানজট হবে না