বাণিজ্য সম্প্রসারণ নিরাপত্তাসহ আর্থ-সামাজিক উন্নয়নে ভারত ও বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন উন্নয়ন অংশিদারিত্বের ক্ষেত্রে বাংলাদেশ ভারত দক্ষিণ এশিয়ার জন্য রোল মডেল।
এসময় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
ব্রিফিং-এ বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন ঐতিহাসিকতভাবে ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। পারস্পরিক বিনিয়োগ ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের উন্নয়ন নিশ্চিত করা হবে বলে তিনি জানান।
বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে পরবর্তী ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
###