পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মার্কিন পররাষ্ট্রনীতি ব্যক্তি-নির্ভর নয় উল্লেখ করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন যে-ই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতে হোয়াইট হাউসে আসুক তাতে বাংলাদেশের কোনো সমস্যা নেই।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে বুধবার ড. মোমেনের মন্তব্য জানতে চাওয়া হলে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘ক্ষমতায় যে-ই আসুক, আমাদের কোনো সমস্যা নেই।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ডেমোক্রেটিক চ্যালেঞ্জার জো বাইডেন হোয়াইট হাউসের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং আমেরিকার জনগণ এখন মূল যুদ্ধক্ষেত্রের ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
কারা নির্বাচনে বিজয়ী হবে তা বলার সময় এখনো হয়নি উল্লেখ করে ড. মোমেন বলেন, ঢাকা বাণিজ্য ও বিনিয়োগ ফ্রন্টে পরবর্তী মার্কিন সরকারের সাথে ঘনিষ্টভাবে কাজ করবে। ‘আমরা নিরপেক্ষতা বজায় রাখি। আমাদের কোনো দেশের সাথে শত্রুতা নেই। আমেরিকার সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে’ যোগ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি খুব ভাল করছে এবং দেশ ভূ-রাজনৈতিক দিক থেকে খুব ভালো অবস্থানে রয়েছে।’