আগামীকাল ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের। এবার ঢাকা মহানগরীতে ২৪৬টি মন্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার। ইতোমধ্যে রাজধানীর প্রতিটি পূজা মন্ডপে দেবী দুর্গাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি প্রায় শেষ। আর শারদীয় এই উৎসবকে নির্বিঘ্ন করতে আয়োজক কমিটির পাশাপাশি আইনশৃংখলা বাহিনীরও রয়েছে ব্যাপক তৎপরতা।দেবী দুর্গা এবার স্বামী গৃহ কৈলাস ছেড়ে মর্ত্যে আসছেন ঘোটকে চড়ে, যাবেনও একই বাহনে। আর ধুলির ধরণীতে জগজ্জননী দেবী দুর্গার আগমনের মধ্য দিয়ে দূর হবে সকল অশুভ শক্তির, পৃথিবীতে বিরাজমান হবে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা ভক্তদের।