Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মার্চ ২০২৩

রোহিঙ্গাদের জন্য আরও ২৬ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র


প্রকাশন তারিখ : 2023-03-09

রোহিঙ্গাদের জন্য আরও ২৬ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন।মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশসহ এই অঞ্চলের বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পেছনে এই অর্থ খরচ করা হবে। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বেশির ভাগই অবস্থান করছে বাংলাদেশের বিভিন্ন আশ্রয় শিবিরে। এই সংখ্যাটা ১১ লাখের বেশি। তাদের সিংহভাগই ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর চরম নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল।এ তহবিল ঘোষণার মধ্য দিয়ে ২০১৭ সালে আগস্ট থেকে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ ২১০ কোটি ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন এই মার্কিন কর্মকর্তা।