Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মার্চ ২০২৩

রমজানে নিত্য পণ্যের সংকট হবে না। চিনির দাম কমবে ৫ টাকা : বাণিজ্যমন্ত্রী


প্রকাশন তারিখ : 2023-03-19

আসন্ন রমজানে অতি প্রয়োজনীয় চিনির দাম কেজিতে পাঁচ টাকা করে কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।তিনি আজ সকালে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভায় এ কথা জানান।এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষসহ টাস্কফোর্স কমিটির সদস্যগণ এবং শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কাজ করছে সরকার উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী বলেন, রোজার প্রথম সপ্তাহ থেকেই প্রতি কেজি চিনি পাঁচ টাকা কমে কিনতে পারবেন  ভোক্তারা। তিনি বলেন, রমজানকে সামনে রেখে ভোক্তাদের চাহিদা পূরণে তেল, চিনি ও ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে।বাজারে জিনিসপত্রের দাম সহনীয় রাখতে সার্বক্ষণিক বাজার মনিটরিংয়ের ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, কেউ বাজারে দ্রব্যমুল্য বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এছাড়া টিসিবির মাধ্যমে রমজানে এক কোটি দরিদ্র পরিবারকে মাসে দুই বার কম দামে পণ্য সামগ্রী বিক্রি করা হবে এবং সড়ক মহাসড়কে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা তৎপর থাকবে বলেও জানান টিপু মুনসী।