Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুলাই ২০২১

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১ সংসদে পাস


প্রকাশন তারিখ : 2021-07-03

জাতীয় সংসদে আজ ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ পাশ হয়েছে।তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বিলটি পাশের জন্য সংসদে উত্থাপন করেন। এর আগে সকালে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।বৈঠকের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ পাশের পূর্বে অনুষ্ঠিত আলোচনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের লক্ষ্যে এ বিল আনা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধুকে নিয়ে ভারতীয় ‍পরিচালক শ্যাম বেনেগালের পরিচালিত একটি ছবি চলতি বছরেই মুক্তি পাবে। এর আগে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করেন সংসদ সদস্য পীর ফজলুর রহমান, বেগম রওশন আরা মান্নান, শামীম হায়দার পাটোয়ারী, হারুনুর রশীদ, মুজিবুল হক, কাজী ফিরোজ রশিদসহ সংসদ সদস্যবৃন্দ।এদিকে, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম আজ জাতীয় সংসদে নৌ-পরিবহন মন্ত্রণলায় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় রিপোর্ট উপস্থাপন করেন।তাছাড়া আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক আজ জাতীয় সংসদে ‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১’ ও ‘গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ড বিল-২০২১’ উত্থাপন করেন।পরে বিল দুটি পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।এর আগে জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের তাঁর সমাপনী বক্তব্য রাখেন। এসময় তিনি উপজেলা পর্যায়ে করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেনসহ আইসিইউ ব্যবস্থা চালুর দাবি জানান।এদিকে, সদ্য শপথ নেয়া নতুন তিনজন সংসদ সদস্য আজ জাতীয় সংসদে বক্তব্য রাখেন।