Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়েন্সে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫


প্রকাশন তারিখ : 2025-01-02

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্স শহরে বর্ষবরণ উৎসবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৫–এ উন্নীত হয়েছে। এ সময় সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তাঁর ছবি প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই।

স্থানীয় সময় গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ৩টায় নতুন খ্রিষ্টীয় বর্ষবরণের আনন্দ-উৎসব চলার মধ্যে সেখানে সমবেত মানুষের ওপর একটি পিকআপ ট্রাক তুলে দেন হামলাকারী। এরপর চালক লাফ দিয়ে নেমে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করেন। তখন পুলিশ পাল্টা গুলি ছোড়ে। হামলাকারীও নিহত হয়েছেন।

এএফপি ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম শামসুদ-দীন জব্বার (৪২)। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই তাঁর নাম-পরিচয় জানিয়েছে। প্রকাশ করেছে ছবিও।

শামসুদ-দীন জব্বার একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করেছেন। টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানায়, শামসুদ-দীন জব্বার দুবার গ্রেপ্তার হয়েছিলেন। এর মধ্যে ছোট আকারের একটি চুরির ঘটনায় ২০০২ সালের নভেম্বরে টেক্সাসের কেটিতে গ্রেপ্তার হন তিনি। দোষী সাব্যস্ত হলে অল্প জরিমানা করা হয় তাঁকে।