জাতীয় সংসদে আজ মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল, ২০২২ পাস হয়েছে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিলটি সংসদে উপস্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।এর আগে স্পিকার ডক্টর শিরীন শারিমন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। বিল উপস্থাপনকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরের পুরনো আইন মোংলা পোর্ট অথরিটি অর্ডিন্যান্স-1976 রহিত করে সময়োপযোগী আকারে মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল, ২০২২ পাসের ফলে মোংলা বন্দরের গতি বহুগুন বৃদ্ধি পাবে। নতুন দিগন্তের সূচনা করবে আমদানি-রপ্তানি বাণিজ্যে। অপর এক প্রশ্নের জবাবে নৌ পরিবহণ প্রতিমন্ত্রী বলেন, নদী দখল-দূষণ বন্ধ ও উদ্ধার করে নৌপথকে নিরাপদ ও ঝুকিমুক্ত করতে সরকারের নানা কার্যক্রম চলমান রয়েছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু কমিটির প্রথম রিপোর্ট ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজী কমিটির তৃতীয় রিপোর্ট সংসদে উপস্থাপন করেন। পরে সংসদ সদস্যবৃন্দ ৭১ বিধিতে আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় সংসদে তুলে ধরেন। সংসদের বৈঠক আগামীকাল সকাল ১১টায় আবার বসবে।