Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ এপ্রিল ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নুসরাত জাহান রাফির বাবা-মার সাক্ষাৎ।দোষীদের কঠোর শাস্তি নিশ্চিতসহ নুসরাতের পরিবারকে সবধরণের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর।


প্রকাশন তারিখ : 2019-04-15

  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন অগ্নি সন্ত্রাসের শিকার হয়ে মৃত্যুবরণকারী ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফির বাবা একেএম মুসা ও মাতা শিরিনা আক্তারসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

  সকালে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে  সাক্ষাৎ করতে আসেন।

  এসময় শেখ হাসিনা নুসরাতের পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান।

  তিনি বলেন, দুষ্কৃতকারীরা কেউই আইনের হাত থেকে কোনভাবেই রেহাই পাবে না। প্রধানমন্ত্রী তাদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

  সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোঃ জয়নুল আবেদিন এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

  গত বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নুসরাত।