Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৯

দুর্নীতিবাজ খুনি ও স্বাধীনতা বিরোধীরা কখনই যেন ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সজাগ থাকতে হবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রকাশন তারিখ : 2019-11-16

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিবাজ খুনি ও স্বাধীনতা বিরোধীরা কখনই যেন ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

প্রধানমন্ত্রী আজ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও স্বেচ্ছাসেবী শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ।

  রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা ও বেলুন উড়িয়ে স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় কাউন্সিলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

   প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতেই স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

   তিনি বলেন দুখী মানুষের মুখে হাসি ফুটিয়ে তাদের উন্নত জীবন নিশ্চিত করতে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন।

   প্রধানমন্ত্রী বলেন যারা এদেশের স্বাধীনতাই চায়নি তারাই ’৭৫এ বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের সকল সম্ভাবনা নস্যাৎ করতে চেয়েছিল। শেখ হাসিনা বলনে এখন সময় এসেছে জাতির পিতা যে মযাদা দিয়ে গেছেন তা ধরে রেখে এগিয়ে যেতে হবে।

  দেশের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন তৃণমূলের উন্নয়নের দিকে লক্ষ্য রেখেই সরকার সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহবান জানান আওয়ামী লীগ সভাপতি।

   বক্তব্যে পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, পেঁয়াজের মূল্য সহনীয় পর্যায় আনতে আমদানীসহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। মূল্য বৃদ্ধির উপর কোন চক্রান্ত আছে কি না তা খতিয়ে দেখা হবে।