প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে। টিকা দেয়া শেষ হলেই খুলে দেয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান।একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে একথা বলেন সংসদ নেতা। শিক্ষার উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার শিক্ষার্থীদের জীবন কখনো হুঁমকীর মুখে ফেলবে না। প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবন ও জীবিকাকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও তৃণমূল জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে এ বাজেটে। সংসদ নেতা বলেন, সরকারের সঠিক পদক্ষেপের কারণে করোনার মধ্যেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে।