Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ সেপ্টেম্বর ২০২২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল ২০২৩ সালের নভেম্বরে


প্রকাশন তারিখ : 2022-09-14

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।আজ সকালে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রোডম্যাপের মোড়ক উন্মোচন করেন চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।  তিনি বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন, সীমানা নির্ধারণ, নির্ভুল ভোটার তালিকা করাসহ আরও বেশ কিছু বিষয়কে প্রাধান্য দিয়ে এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে ইসি। মো.আলমগীর বলেন, ২০২৩ সালের ডিসেম্বর অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এখনও নির্বাচন হতে এক বছর চার মাস বাকি। এ লক্ষ্যেই কমিশন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। সেটা বাস্তবায়ন ও কাজের মূল্যায়নের প্রেক্ষিতে কমিশনের প্রত্যাশা সব রাজনৈতিক দলের কমিশনের প্রতি আস্থা ফিরে আসবে।