মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মৃত্যুদন্ডের রায়ের বিরুদ্ধে সৈয়দ মো. কায়সারের আপিলের রায় ১৪ জানুয়ারি।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ কায়সারের আপিল মামলায় উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার এ তারিখ ধার্য্য করে আদেশ দেন।
ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে আপিলে এটি নবম মামলা যা আপিলে নিষ্পত্তি হচ্ছে।
আদালতে সৈয়দ কায়সারের পক্ষে আইনজীবী ছিলেন এসএম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
রাষ্ট্রপক্ষ কায়সারের মৃত্যুদন্ডের রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন।