Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd ফেব্রুয়ারি ২০২০

বসানো হলো পদ্মা সেতুর ২৫ তম স্প্যান : দৃশ্যমান ৩ হাজার ৭৫০ মিটার


প্রকাশন তারিখ : 2020-02-22

পদ্মা সেতুর ২৫তম স্প্যান বসানো হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় জাজিরা প্রান্তের ২৯ এবং ৩০ নম্বর খুঁটির ওপর বসানো হয়েছে এই স্প্যানটি। এই স্প্যানটি বসানোর মধ্য দিয়ে সেতুর ৩ হাজার ৭৫০ মিটার দৃশ্যমান হলো।
পদ্মা সেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির একথা জানিয়েছেন।
তিনি বলেন, শুক্রবার সকাল ১০টায় মাওয়ার কুমারভোগের কন্সট্রাকশন এরিয়া থেকে ভাসমান জাহাজ তিয়ান-ই ৫-ই নম্বর স্প্যানটি নিয়ে জাজিরার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ঘন্টা দেড়েকের মধ্যে স্প্যানটি জাজিরা প্রান্তে খুঁটির কাছে পৌঁছে যায়। এর পর থেকে স্প্যানটি খুঁটির ওপর বসানোর শুরু হয়। পরে বিকাল ৩টায় স্প্যানটি খুঁটির ওপর বসানো হয়।
প্রকৌশলী হুমায়ুন কবির আরও বলেন, নদীর তলদেশের কাজের অগ্রগতি থাকায় দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতুর স্প্যান বসানোসহ অন্যান্য কাজ।