প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের পর এবার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। আর তাই স্মার্ট বাংলাদেশের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। সকালে নিজ কার্যালয়ে স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের প্রথম সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশ থেকেও বাংলাদেশ এগিয়ে। তবে গ্রাম ও শহরের মধ্যে ডিজিটাল বিভাজন কমানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী।সরকার প্রধান বলেন, ডিজিটাল বাংলাদেশের ঘোষণা নিয়ে অনেক ব্যঙ্গ শুনতে হয়েছে। কিন্তু এখন নানা অপপ্রচারে ব্যঙ্গকারীরাই ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিচ্ছে।