যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা ও টর্নেডোয় এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যার পানিতে অনেক মানুষ তাদের বাড়ির বেসমেন্টে আটকা পড়েছে। পানির তোড়ে ভেসে যাওয়া গাড়ির ভেতর থেকে কয়েকজন মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী বাহিনী।ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে মারা গেছেন ২৩ জন। সেখানকার গভর্নর ফিল মারফি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে বলেন, যারা মারা গেছেন তাদের অনেকেই গাড়িতে আটকা পড়েছিলেন। বন্যার পানি বেড়ে যাওয়ায় তারা গাড়ি থেকে বের হতে পারেননি।এমন পরিস্থিতিতে নিউইয়র্ক ও নিউ জার্সির গভর্নররা সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও এই পরিস্থিতিকে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় বলে অভিহিত করেছেন।