প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার ও এর মাধ্যমে ‘সুনীল অর্থনীতির’ টেকসই উন্নয়নের জন্য সমুদ্র তীরবর্তী দেশগুলোর মধ্যে সহায়তাপূর্ণ ও সমতাপূর্ণ সম্পর্ক অপরিহার্য। সকালে রাজধানীর একটি হোটেলে তিনদিনব্যাপী ‘ঢাকা গ্লোবাল ডায়ালগ’-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশন যৌথভাবে এই ডায়ালগের আয়োজন করছে।
প্রধানমন্ত্রী বলেন, এশিয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন এবং নিরাপত্তা ও শান্তি বজায় রাখার ক্ষেত্রে এই ডায়ালগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সর্বদা বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর এলাকায় শান্তিপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক জোরদারে সচেষ্ট। তিনি বলেন বাংলাদেশ তার দুই প্রতিবেশী দেশ মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা সম্পর্কিত বিরোধ শান্তিপূর্ণ সমাধান করছে যা বিশ্বের অন্যান্য দেশের জন্য একটা দৃষ্টান্ত হতে পারে।
বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর এলাকায় জলদস্যুতা ও সন্ত্রাসী আক্রমণসহ সকল সমস্যা সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা ও অশিংদারিত্ব জোরদার করতে সকল রাষ্ট্রের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী। আঞ্চলিক নিরাপত্তার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া ১১ লাখেরও বেশি রোহিঙ্গা এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। তাই দ্রুত এর সমাধান হওয়া জরুরী।