Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জানুয়ারি ২০২০

চীনে করোনা ভাইরাসে মৃত্যু বেড়ে ১০৬, আক্রান্ত সাড়ে ৪ হাজার


প্রকাশন তারিখ : 2020-01-28

তুন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে এশিয়া দেশ চীনে। ইতোমধ্যেই ১০৬ জন মারা গেছেন। একইসঙ্গে একদিনের ব্যবধানে দ্বিগুণ হয়ে গেছে ভাইরাসটিতে সংক্রমণ সংখ্যা।

একদিন আগে অর্থাৎ ২৬ জানুয়ারি পর্যন্ত এর আক্রান্ত সংখ্যা ছিল দুই হাজার ৮৩৫ জন। যা সোমবার (২৭ জানুয়ারি) গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৪৫১৫ জনে।

 

মঙ্গলবার  চীন কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো নতুন ভাইরাসে আক্রান্ত সংখ্যা ক্রমেই বাড়ছে। একদিনের মধ্যে প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

ভাইরাসটির সংক্রমণ আক্রান্ত প্রতিরোধে দেশটিতে ভ্রমণ ও শহরে গণপরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞারোপ করা হয়েছে।

ভাইরাসটির বিস্তার বাড়ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চীন কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।