পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটের করতোয়া নদীতে নৌকা ডুবিতে মৃত আরও ১৫ জনের লাশ আজ সোমবার ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছে। গতকাল ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছিল ।এ নিয়ে ৩৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বোদা থানার অফিসার-ইন-চার্জ সুজয় কুমার রায় ১৫ জনের মৃত দেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নদীতে আরও লাশ থাকতে পারে এমন অনুমান করে ওসি জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। এদিকে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন গতকাল রাত ১০.৩০ মিনিটে আউলিয়ার ঘাটের করতোয়া নদী পরিদর্শন করেছেন এবং উপস্থিত লোকজনদের সাথে কথা বলেছেন। মন্ত্রী এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তাদেরকে ধৈর্য্য ধরার আহবান জানান।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের সংকারের জন্য ২০ হাজার টাকা ও আহতের ১০ হাজার টাকা প্রদান করেছেন। যাদের পরিচয় পাওয়া গেছে তাদের লাশগুলো পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে মর্মে জেলা প্রশাসক জানান ।