Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ সেপ্টেম্বর ২০২১

বিদেশগামীদের সুবিধার্থে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা


প্রকাশন তারিখ : 2021-09-06

বিদেশগামীদের সুবিধার্থে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। আজ মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানিয়েছেন।সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে পরে সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দ্রুত সময়ের মধ্যে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার ব্যবস্থা চালু করতে নির্দেশনা দেওয়া হয়েছে।খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রথমে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি চালু করা হবে। তারপর দেশের বাকি দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে তা চালু করা হবে।বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার ব্যবস্থা চালু হলে চার ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে বলে জানানো হয়।এছাড়া মন্ত্রিসভার আজকের বৈঠকে বন্যার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।