Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ ফেব্রুয়ারি ২০১৯

দ্রুত মামলা নিস্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের আহবান


প্রকাশন তারিখ : 2019-02-05

 দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পুলিশকে জনবান্ধব হতে হবে ।

  সকালে তাঁর কায়ালয়ে উধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন তাঁর সরকারের লক্ষ্যই হলো বাংলাদেশের প্রত্যেক মানুষ নিরাপত্তা পাবে এবং শান্তিতে বসবাস করবে।

  শেখ হাসিনা বলেন অনেক মামলা করা হয় কিন্তু সময়মতো তা সম্পন্ন হয়না।

  মামলা যারা পরিচালনা করেন সেখানে ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন মামলা পরিচালনার ক্ষেত্রে পুলিশকে আরো নজরদারী বাড়াতে হবে। জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন মাদক ও দূর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশ মহাপরিদর্শক ডক্টর জাবেদ পাটোয়ারী এবং জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।