প্রাণঘাতী করোনা ভাইরাসকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
শুধু চীনেই নয়, বরং অন্যান্য দেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানান সংস্থাটির প্রধান।
এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে।
এছাড়া প্রায় দশ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
জার্মানি, জাপান, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্রসহ চীনের বাইরে ১৮টি দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।