Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ August ২০১৯

হজের আনুষ্ঠানিকতা শুরু


প্রকাশন তারিখ : 2019-08-09

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে । এখন মীনা শহরের তাবুতে অবস্থান করছেন হজযাত্রীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে, এশার নামাজের পর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে, মিনার পথে রওনা হন লাখো মুসল্লি। কেউ বাস বা গাড়িতে অথবা কেউ-কেউ পায়ে হেটেই তাবুর শহর মিনায় পৌঁছান তারা। আগামী পাঁচ দিন মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করে হজ সম্পন্ন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

এবার হজ পালন করছেন কমপক্ষে ২০ লাখ মানুষ। যাদের ১৮ লাখ ৪০ হাজারই সৌদি আরবের বাইরের নাগরিক। বাংলাদেশ থেকেও হজব্রত পালনে গেছেন ১ লাখ ২৭ হাজার জন। ৮ জিলহজ, সারাদিন মিনায় অবস্থান শেষে পরদিন আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন মুসল্লিরা। মুজদালিফায় রাত্রি যাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করে ১০ জিলহজ আবারও মিনায় ফিরবেন তারা। এরপর, ১১ ও ১২ তারিখে হজের বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা।