জনসচেতনতা বাড়ায় দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই কমে আসছে। নিবিড় চিকিৎসা সেবা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন রোগিরা। অন্যদিকে সরকারের পক্ষ থেকে ডেঙ্গুবিরোধী অভিযান আরো জোরদার করা হয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখার পাশাপাশি রাজধানী এবং রাজধানীর বাইরে সর্বত্র ডেঙ্গু মোকাবেলায় বিশেষ তদারকি কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এক ব্রিফিংয়ে জানিয়েছে, হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। চিকিৎসাধীন ৭৫ শতাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর পশুর হাটে এডিস মশা ও লার্ভা নিধনে নির্দেশনা দেয়া হয়েছে।