বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক এবং মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই (ইন্নালিল্লাহি…..রাজিউন)।
আজ রাজধানীর আফতাবনগরের বাসায় হার্ট আ্যাটাক হলে তাকে আয়েশা ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ৬টা ১৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে ডাক্তার জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। ১৯৫৬ সালের ১ জানুয়ারি আহমেদ ইমতিয়াজ বুলবুল ঢাকায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি সংগীত চর্চা শুরু করেন। ১৫ বছর বয়সে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন।
সস্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস জানান, আগামীকাল সকাল ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে প্রয়াত বুলবুলের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে দুপুর সাড়ে বারটা পর্যন্ত শ্রদ্ধা জানানো শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার পরিবারের পক্ষ থেকে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।