প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠকের শুরুতেই ‘সকলের তরে সকলে আমরা’ ও ‘আহবান’ নামে দুটি সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘আহবান’ গ্রন্থে ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ভাষণগুলো স্থান পেয়েছে। অপর গ্রন্থ “সকলের তরে সকলে আমরা’ বইটিতে সঙ্কলিত হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের বিতর্ক পর্বে শেখ হাসিনা প্রদত্ত ১৯ টি ভাষণ এবং সেগুলোর ইংরেজি অনুবাদ।প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার এম নজরুল ইসলাম ও প্রেস উইংয়ের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।এছাড়া মন্ত্রিসভার বৈঠকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া মুক্তাগাছার মন্ডা ও জামালপুরের নকশীকাঁথার সনদ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়।মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।