Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ সেপ্টেম্বর ২০২৩

জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তা করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি রাষ্ট্রপতির আহ্বান


প্রকাশন তারিখ : 2023-09-19

 গ্রীন হাউজ গ্যাস নির্গমন কমাতে এবং বাংলাদেশের মত জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তা করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।তিনি আজ সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৭ম পার্টনারশিপ মিটিং এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহবান জানান।রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাঁর ভাষণে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, মানবিক সহায়তা প্রদান এবং চিকিৎসা সেবাসহ মানুষের দুর্ভোগ কমাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকার প্রশংসা করেন এবং বলেন  ১৯৭৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এটি মানুষের আশা আকাঙ্ক্ষার  বাতিঘরে পরিণত হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন উন্নয়নের জন্য অংশীজনদের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।  রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন জলবায়ু পরিবর্তন এবং করোনা মহামারী সহ বিশ্ব এখন নতুন নতুন নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন যেহেতু বৈশ্বিক সংকট তাই এই সংকট মোকাবেলায় সকলের সহযোগিতা প্রয়োজন।   রোহিঙ্গাদের সম্মানজনক  স্বদেশ প্রত্যাবাসনে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোঃ এনামুর রহমান, রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির বাংলাদেশ ডেলিগেশন প্রধান এনিয়াস ডুহ্, ফেডারেশন অফ রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির রিজিওনাল ডিরেক্টর আলেকজান্ডার ম্যাথিও, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রপ্ত এটিএম আব্দুল ওয়াহাব এবং মহাসচিব কাজি শফিকুল আজম বক্তব্য রাখেন।অধিক সংখ্যক মানুষের কাছে মানবিক সেবা পৌঁছে দিতে অংশীদারদের আরও সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী এ মিটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ১৭ টি দেশের জাতীয় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিবৃন্দ, অংশগ্রহণকারী দেশসমূহের বাংলাদেশে কর্মরত মিশন ও দূতাবাস প্রধান, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার  প্রধান ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।