চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ
প্রকাশন তারিখ
: 2023-02-26
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় বন্ধ করতে হবে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। সকালে গণভবনে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের Ineos Institute of Antimicrobial Research এর বায়োলজি ডিপার্টমেন্টের পরিচালক অধ্যাপক Timothy E Walsh প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন।সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার এম নজরুল ইসলাম ব্রিফ করেন।শেখ হাসিনা বলেন, বাংলাদেশের যত্রতত্র এন্টিবায়োটিক কিনতে পাওয়া যায়, এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এ ধরনের এন্টিবায়োটিক বিক্রয় অবশ্যই বন্ধ করতে হবে।এসময় Timothy E Walsh বলেন, বর্তমান বিশ্বে এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স-এএমআর মহামারী আকার ধারণ করেছে। এটা এখনই প্রতিরোধ করা না গেলে আগামীতে আরো ভয়াবহ রূপ নিবে উল্লেখ করে, তিনি এর ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন ঝুকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।সাক্ষাতকালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক, Ineos Institute of Antimicrobial Research থেকে বঙ্গবন্ধু আই.ও.আই. ফেলোশিপ এর অধীনে মেডিকেল এবং বেসিক সায়েন্সে গবেষণায় বাংলাদেশের শিক্ষার্থীদেরকে স্কলারশিপ দেয়ার প্রস্তাব দেন।জবাবে প্রধানমন্ত্রী এ ধরনের ফেলোশিপ দেয়ার ক্ষেত্রে নীতিগতভাবে তার সম্মতি প্রদান করেন।প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ বি এম আবদুল্লাহ এসময় উপস্থিত ছিলেন ।