মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিতে বিশেষায়িত পুলিশ ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে গণভবনে চলমান Mass Rapid Transit প্রজেক্ট সমূহের অগ্রগতির উপর এক পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন তিনি।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই প্রকল্পের অগ্রগতিও প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা মেট্রোরেলের প্রতিটি বিষয়ে মনোযোগ সহকারে প্রত্যক্ষ করেন এবং প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ায় সংযুক্ত করতে বেশ কতগুলি বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেন।
এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান, সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূইয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান মিয়াসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।