Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জুন ২০১৯

৩৬ রানে অস্ট্রেলিয়াকে হারাল ভারত


প্রকাশন তারিখ : 2019-06-10

টপ অর্ডার দুর্দান্ত ভিত গড়ে দেওয়ার পর বাকিরা জ্বলে ওঠায় বিশাল সংগ্রহ গড়েছিল ভারত। সম্মিলিত প্রচেষ্টায় প্রাণপণে লড়াই করল অস্ট্রেলিয়া, কিন্তু তা রান তাড়ার রেকর্ড গড়ার জন্য যথেষ্ট হয়নি। বিশ্বচ্যাম্পিয়নদের সহজেই হারিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেল বিরাট কোহলির দল। লন্ডনের দা ওভালে রোববার ৩৬ রানে জিতেছে ভারত।

৩৫২ রান তাড়ায় ৩১৬ রানে অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে নিজের তৃতীয় সেঞ্চুরিতে ভারতকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করান শিখর ধাওয়ান। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে টানেন বিরাট কোহলি। আর মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়ার শেষের ঝড়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ গড়ে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

জিততে প্রথম দল হিসেবে বিশ্বকাপে সাড়ে তিনশ ছাড়ানো রান তাড়ার রেকর্ড গড়তে হতো অস্ট্রেলিয়ার। কদিন আগে অবশ্য এর চেয়েও বড় লক্ষ্য তাড়ায় ভারতকে হারিয়েছিল পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা; মোহালিতে স্বাগতিকদের বিপক্ষে জিতেছিল ৩৫৮ রান তাড়া করে। তবে এবার আর পারেনি তারা। ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ ও অ্যালেক্স কেয়ারি লড়াই করলেও হয়নি সেই ম্যাচের পুনরাবৃত্তি।