Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ এপ্রিল ২০২১

আগামীকাল থেকে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ থাকবে : পররাষ্ট্র মন্ত্রী


প্রকাশন তারিখ : 2021-04-25

করোনাভাইরাস পরিস্থিতির ক্রমাবনতির কারণে প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে আগামীকাল থেকে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ থাকবে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ  বলেন, ‘আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, আমাদের সীমান্ত শুধু যাত্রীদের জন্য বন্ধ থাকবে, তবে পণ্য পরিবহন করা যাবে।’
আজ  পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব), ভারতের রাষ্ট্রদূত, প্রধানমন্ত্রীর দফতরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আগামী ১৪ দিন তা কার্যকর থাকবে। এই ১৪ দিন মানুষের যাতায়াত বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলবে।