Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd সেপ্টেম্বর ২০১৯

রেমিট্যাম্স প্রবাহ বেড়েছে ১৩ শতাংশ। চলতি অর্থ বছরের প্রথম দুই মাসে প্রবাসী বাংলাদেশীরা তিন হাজার ৮০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে


প্রকাশন তারিখ : 2019-09-03

চলতি অর্থ বছরের প্রথম দুই মাসে প্রবাসী বাংলাদেশীরা তিন হাজার ৮০ দশমিক পাঁচ তিন  মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় এই অর্থ ১২ দশমিক আট সাত শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০১৯-২০ অর্থবছরের জুলাই মাসে রেমিটেন্স এসেছে এক হাজার ৫৯৭ দশমিক ছয় নয় মিলিয়ন মার্কিন ডলার এবং আগস্ট মাসে এসেছে এক হাজার ৪৮২ দশমিক আট চার মিলিয়ন মার্কিন ডলার।

   চলতি অর্থবছরের আগস্ট মাসে ছয় রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ও বিডিবিএল গ্রহণ করেছে ৩৭৭ দশমিক আট নয় মিলিয়ন মার্কিন ডলার। আর রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক গ্রহণ করেছে ২৩ দশমিক ছয় ছয় মিলিয়ন মার্কিন ডলার।

   অপরদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন এক হাজার ১৮২ দশমিক নয় শূন্য মিলিয়ন ডলার।

   তাছাড়া প্রবাসীরা বৈদেশিক বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে পাঠিয়েছেন ১৩ দশমিক তিন চার মিলিয়ন মার্কিন ডলার।