Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ এপ্রিল ২০১৯

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ENRICO NUNZIATA প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন


প্রকাশন তারিখ : 2019-04-07

এর আগে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ENRICO NUNZIATA প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

   এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের চামড়া খাতের উন্নয়নে ইতালির সহযোগিতা কামনা করেন।

   তিনি দেশটির চামড়াজাত পণ্যের প্রশংসা করে বলেন, সারা বিশ্বে ইতালির চামড়াজাত পণ্যের সুনাম রয়েছে।

   দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

   সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, বস্ত্র ও প্রযুক্তি খাতে দেশদুটির মধ্যে সহযোগিতা বাড়াতে বাংলাদেশে একটি ট্রেনিং সেন্টার স্থাপনে আগ্রহী ইতালি।

   বাংলাদেশকে ব্যাপক সম্ভাবনাময় দেশ উল্লেখ করে রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 

   জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু পৃথিবীর অনেক দেশের জন্য অনুপ্রেরণার উৎস।

   এসময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

##